ঝালকাঠিতে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার
মনরিুজ্জামান মনরি, ঝালকাঠি : ঝালকাঠিতে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ওয়েজ আনার কল্যান বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেইজ প্রকল্পের সেমিনারে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ ইমরান আহম্মেদ (প্রশাসন ও উন্নয়ন) প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, বিদেশ থেকে আসা প্রবাসীরা ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। এই প্রকল্পের উপরে সেমিনারে বরিশাল প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়ের আতিকুল আলম মাল্টিমিডিয়ায় মূল তথ্য উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনায় মিডিয়াকর্মীসহ অংশগ্রহণকারীদের মধ্যে কতিপয় ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রতাগত কর্মীদের সমাজে পুন: প্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই রিইন্ট্রিগ্রেশন মডেল তৈরি করা, প্রতাগত অভিবাসী কর্মীদের মনোসামাজিক ও অর্থনৈতিক কাউন্সেলিং প্রদান, প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতা প্রদান ও প্রত্যাগত অভিবাসী কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি।