• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঝালকাঠিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

     dailybangla 
    06th Sep 2025 7:27 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি:ঝালকাঠিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং প্রধান বক্তা ছিলেন সহ- সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ মাহাবুবুল হক নান্নু।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, আহবায়ক নর্দান আয়ারল্যান্ড বিএনপি যুক্তরাজ্য মোহাম্মদ হোসেন বাবুল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাড. আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন সহ প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এনামুল হক সাজু। সমাবেশে বক্তারা বলেন- আগামী মাসেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি দেশে আসলে দল আরো সুসংগঠিত হবে। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‌্যালি বের হয়। র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন। র‌্যালিতে জেলার চার উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930