ঝালকাঠিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০২৫ সালের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদ আহম্মেদ মিলন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের সাবেক কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক কামরুজ্জামান এবং সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত।
বক্তারা বলেন, এই সদস্য সংগ্রহ কার্যক্রম শুধু একটি দলীয় আনুষ্ঠানিকতা নয়—এটি জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ। এটি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে তুলবে।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং সিদ্ধান্ত হয়, জেলার প্রতিটি ইউনিটে এই কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হবে।
বিআলো/তুরাগ