ঝালকাঠিতে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ “জীবনব্যাপী ডায়াবেটিস—Diabetes Across Life Stages” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি সদরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৫।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সার্জন ডা. মো. জাবির হাসান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম সিকদার, ব্র্যাক স্বাস্থ্য বিভাগের এরিয়া ম্যানেজার বাবুল বিশ্বাস, ডিস্ট্রিক্ট ম্যানেজার (টিবি) আব্দুল্লাহ মো. যোবায়ের, জেন্ডার জাস্টিস রিজিওনাল ম্যানেজার ইলেন বিশ্বাস, ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার শ্যামল কৃষ্ণ ব্যাপারী এবং প্রোগ্রাম অফিসার মো. শাহিন আলম।
এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল হক খান নাইম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন কর্মকর্তা–কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি, যা সময়মতো শনাক্ত না হলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাসের মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যসম্মত জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
সভাপতির বক্তব্যে ডা. রিফাত আহমেদ বলেন—
“ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনলেই এই নীরব ঘাতক প্রতিরোধ করা সম্ভব।”
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপনে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিআলো/ইমরান



