ঝালকাঠিসহ দেশব্যাপী পালিত হলো জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ সমাজের আপামর জনগণের সম্মিলিত কণ্ঠে “জুলাই পুনর্জাগরণ”-এর মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঝালকাঠিসহ দেশব্যাপী একযোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। শনিবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এই অনুস্ঠান পালিত হয়।
সারা দেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।
অনুষ্ঠানে এ জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,ঝালকাঠি, জনাব ফারহানা ইয়াসমিন,উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর, ঝালকাঠি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ঝালকাঠি -এর কর্মকর্তাবৃন্দ, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের ভাতাগ্রহীতা,বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং জুলাই কন্যাগণ অংশগ্রহণ করেন। শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।
বিআলো/ইমরান