ঝালকাঠি জেলা যুব ক্লাবের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা যুব ক্লাব। ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় ২০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ঝালকাঠি জেলা যুব ক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামিম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান। এছাড়া জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা যুব ক্লাবের সভাপতি মোঃ টিটু তালুকদার এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম রাশেদ, কোষাধ্যক্ষ সোহাগ হোসেন সিকদার এবং সদস্য নিয়াজ, সোহেল রানাসহ ক্লাবের ৫১ জন সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শামিম তালুকদার বলেন, “এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ঝালকাঠি জেলা যুব ক্লাবের এ মানবিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
বিআলো/ইমরান



