ঝালকাঠি পুনাক সভানেত্রী টুম্পা সরকারে উদ্যোগে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা
সুমন সরদার: ঝালকাঠি পুনাক সভানেত্রী টুম্পা সরকার নারী পুলিশ সদস্যদের নিয়ে ৩১ মে শনিবার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এ-সময় ঝালকাঠি জেলার পুনাক সভানেত্রী নারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।
উক্ত সভায় তিনি তার দীর্ঘ বক্তব্যে বলেন সত্যিকারের সুখ মানসিক প্রশান্তি থেকেই আসে। সুন্দর জীবনের জন্য তিনি ধ্যান, শরীরচর্চা ও পছন্দের কাজ করার উপর গুরুত্ব দেন। এবং তিনি বলেন পাওয়া ও না পাওয়ার মধ্যে মানুষ না পাওয়াটাকে বেশি গুরুত্ব দেয় এবং হতাশা, বিষাদগ্রস্ত হয়ে যায়।
ঝালকাঠি পুনাক সভানেত্রী টুম্পা সরকার বলেন, না পাওয়াটাকেই আমাদের সহজ হিসেবে মেনে নিতে হবে এবং গ্রহণ করতে হবে এবং মেনে নিতে হবে। তিনি নারীদের যে কোন সমস্যায় হতাশা হওয়া থেকে বিরত থাকতে বলেন এবং বাস্তবে কিভাবে মানসিক সমস্যা সমাধান করতে হয় তার নানান কৌশল নিয়ে আলোচনা করেন এবং পাশাপাশি সন্তান লালন-পালন নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ হাসপালের ডাঃ তাহসীন জাহান সুরভী। তিনি নারীদের শারীরিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘ সময় বক্তব্য প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে সকল নারী পুলিশ সদস্য সহ ঝালকাঠি পুনাক সভানেত্রীর বিভিন্ন শারীরিক স্বাস্থ্যের উপর করা প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রতি বছর নারীদের কি কি টেস্ট করা উচিত এবং নারীদের পার্সোনাল শারীরিক সমস্যা নিয়ে ডিটেইলস আলোচনা করেন।
পরিশেষে ঝালকাঠি পুনাক সভানেত্রী টুম্পা সরকার সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভা শেষ করেন। এ সময় ঝালকাঠি জেলার পুনাক সমিতির সদস্যরা এবং পুলিশ নারী কর্মকর্তা ও পুলিশ নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি