ঝালকাঠি-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনে করা আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রার্থিতা বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনে দেওয়া স্বাক্ষরে গড়মিলের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনে আপিল করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি শুকরিয়া জ্ঞাপন করেন এবং অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলকভাবে ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড়মিলের মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল।
তিনি আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার গণমানুষ তাকে গ্রহণ করেছে। সকল শ্রেণি-পেশার মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিআলো/ইমরান



