ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, এমএ মজিদের মনোনয়ন দাবিতে স্লোগান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় দলের জেলা সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের পক্ষে দলীয় মনোনয়ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির আয়োজনে র্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন অ্যাডভোকেট এমএ মজিদ।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা বেগম।
বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী–জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ।
তারা আরও বলেন, আসন্ন নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই দেশের প্রতিটি আসনে যোগ্য দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া জরুরি। বিএনপি প্রার্থীরা জয়লাভ করলে দেশ ও দল আবারও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
এর আগে সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করতে থাকে। তারা উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয়ে বাদ্যের তালে নেচে গেয়ে অ্যাডভোকেট এমএ মজিদের পক্ষে মনোনয়ন দাবিতে স্লোগান দেন।
বিআলো/এফএইচএস



