টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক
বিআলো ডেস্ক: টঙ্গীর রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন হারানো ফায়ার ফাইটারদের বীরোচিত ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জীবন হারানো এ চারজনের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বিশেষ করে তিনজন সাহসী ফায়ার ফাইটারের আত্মত্যাগ পুরো জাতিকে শোকাহত করেছে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ফায়ার সার্ভিস সদস্যরা নিরন্তর ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। তাদের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, এ দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল যে দায়িত্ব পালনের পথে তারা কত বড় ঝুঁকি বহন করেন।
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “এ বেদনাবহ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়, তবে তাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে—যাতে আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি।”
বিআলো/শিলি