টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। শুক্রবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
সন্ধ্যায় উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার আয়োজন উপভোগ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, চলতি মৌসুমে ইলিশের উৎপাদন আশানুরূপ হয়নি। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—জাটকা শিকার, কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার এবং নদ-নদীর পথ ভরাট হয়ে যাওয়া। তিনি জানান, মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং এ সময়ে পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী ও ড্রোনের মাধ্যমে কঠোর মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, গত বছর নেওয়া পদক্ষেপে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এবছর আরও সফলতা প্রত্যাশা করা হচ্ছে। ফরিদা আখতার অভিযোগ করেন, কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার ইলিশ ধ্বংস করছে। তাই এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টারা কুমুদিনী মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট ও ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরে মির্জাপুর গ্রামের লৌহজং নদী পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। সেখানে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke), জার্মানীর রাষ্ট্রদূত ড. রুদিগার লটজ (Dr. Rüdiger Lotz), দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক (Park Young-sik), সুইস দূতাবাসের ডিপুটি হেড অব মিশন মি. দিপক ইলমার (Mr. Diepak Elmer), টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।
বিআলো/তুরাগ