টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন ও ফুটপাথ দখলমুক্ত করতে পৌর প্রশাসনের অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে অভিযান শুরু করেছেন নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম। তার নেতৃত্বে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাথে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটি-র নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বেবি স্ট্যান্ড কান্দাপাড়া মোড় থেকে পার্ক বাজার হয়ে বটতলা পর্যন্ত সড়ক পরিষ্কার করা হয়। একই সঙ্গে রাস্তার দুই পাশে ফুটপাথ দখল করে রাখা অবৈধ স্থাপনা ও নির্মাণ সামগ্রী অপসারণে ব্যবস্থা নেওয়া হয়।
পৌর প্রশাসকের আহ্বানে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফুটপাথ দখল ও রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নবাগত পৌর প্রশাসক মাহফুজুল আলম মাসুম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সম্পাদক মেহেদী সাজু, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল)সহ বিডি ক্লিন টাঙ্গাইলের সদস্য মাহাদিয়া হাসান, ফয়সাল, সিয়াম, সিয়াম আলদিন, রাশেদুল, মামুন, লিজা, বর্ষা, অনামিকা এবং সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন।
এ সময় কর্মকর্তারা বলেন, টাঙ্গাইল শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। শহরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
স্বেচ্ছাসেবীরা বলেন, সুপরিকল্পিত দিকনির্দেশনা ও ইতিবাচক অনুপ্রেরণা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিডি ক্লিন টাঙ্গাইলের সদস্যরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও যৌথ উদ্যোগে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিআলো/এফএইচএস



