টানা ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু, সড়কে বেড়েছে যাত্রীর চাপ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ঘরমুখো মানুষের উল্টো স্রোত—এবার তারা ফিরছেন রাজধানীমুখী।
সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলবে। তাই ঈদের আমেজ না কাটতেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।
এদিকে যাত্রীরা অভিযোগ করছেন, গণপরিবহন ভাড়া আদায় করা হচ্ছে বেশি। তাই অনেকে ট্রাক, পিকআপ বা মোটরসাইকেল ভাড়ায় করেই ফিরছেন কর্মস্থলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানা শনিবার (১৪ জুন) থেকেই খুলছে। ফলে আজ সকাল থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল তুলনামূলকভাবে কম।
নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সওগাতুল আলম বলেন, “রোববার থেকে অফিস খুলছে, তাই আজ ও আগামীকাল যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
বিআলো/শিলি