টানা পঞ্চম দিন বিক্ষোভে উত্তাল ইরান, সংঘর্ষে প্রাণহানি
আর্ন্তজাতিক ডেস্ক: মুদ্রা সংকট ও মূল্যস্ফীতির চাপ থেকে ইরানে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে। পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি।
ইরানের বিভিন্ন প্রদেশে চলমান বিক্ষোভ ক্রমেই সংঘর্ষে রূপ নিচ্ছে। ফার্স প্রদেশে সরকারি ভবনের ফটক ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে লোরেস্তান প্রদেশে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পুলিশের কয়েকজন সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
দেশটির মুদ্রা রিয়ালের ভয়াবহ দরপতন এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে তেহরান, কারাজ, হামেদানসহ বহু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল নাসের হেম্মাতিকে।
এই অবস্থায় নতুন বছরের বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সহায়তা চান নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি আন্দোলনের পেছনে বিদেশি শক্তির প্রভাবের অভিযোগ করেন এবং নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
বিআলো/শিলি



