টানা বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে হাঁটু পানি, দুর্ভোগে মানুষ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীতে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও (৩০ মে) সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা বাতাসও।
আজ ছুটির দিন হওয়ায় নগরবাসীর ভোগান্তি কিছুটা কম। তবে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হয়েছেন তারা।
বাংলামোটর এলাকায় রবিউল নামে এক যুবক বলেন, ‘কাল ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে ভিজেছি। তবে আজ ছাতা হাতেই বাসা থেকে কাজে বেরিয়েছি।’

এদিকে গতকাল বৃষ্টির কারণে অলিগলি থেকে শুরু করে মূল সড়কেও পানি জমে যায়। তবে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে নতুন করে পানি জমেনি। মূল সড়কের পানি সরলেও রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকার অলিগলির সড়কগুলোতে এখনও হাঁটু সমান পানি দেখা গেছে। ড্রেন উপচে নোংরা পানি কিছু এলাকায় মানুষের ঘরের ভেতর ঢুকে পড়েছে।
নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা গিলে খেয়েছে নগরীর খালগুলো। তাই এই ভোগান্তির সমাধান হচ্ছে না। সমস্যা সমাধানের নামে সংশ্লিষ্টরা টালবাহানা করছে বলেও দাবি নগরবাসীর।
বিআলো/শিলি