টানা শীতে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে দিনমজুররা
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় শীত জেঁকে বসেছে। টানা কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসেম্বরের শুরু থেকেই শীতের প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে। ভোরের কনকনে ঠান্ডা এবং দিনভর শীতল বাতাস জনজীবনকে স্থবির করে দিচ্ছে। টানা চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় শীত এখানকার বাসিন্দাদের জীবনে বাড়তি চাপ তৈরি করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিনও তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি, যা মৌসুমের সর্বনিম্ন হিসেবে ধরা হয়। কুয়াশা কিছুটা কমলেও সূর্যের আলোয় উষ্ণতা তেমন পাওয়া যায়নি।
দিনের তাপমাত্রাও খুব একটা বাড়ছে না। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর এর আগের দিন ছিল ২৬ দশমিক ৭। দিন-রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতকে আরও বেশি অনুভূত করাচ্ছে।
এতে সবচেয়ে বেশি ভুগছেন দিনমজুর, দরিদ্র পরিবার, শিশু ও বয়স্করা। রাস্তাঘাট, চায়ের দোকান কিংবা বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে অনেকে ঠান্ডা কাটানোর চেষ্টা করছেন। দিনমজুররা বলছেন, ভোরে কাজে বের হওয়াই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে; হাত-পা যেন জমে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তাপমাত্রা স্থায়ীভাবে কম থাকায় সামনে আরও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় এ শীত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও রয়েছে।
বিআলো/শিলি



