• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টিকটক ‘ফর ইউ’ ফিডে মিলছে এআই ও কাস্টমাইজেশন ফিচার 

     dailybangla 
    04th Jun 2025 10:29 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: টিকটক ইউজারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। নতুন আপডেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ‘ফর ইউ ফিড’ আরও ভালোভাবে কন্ট্রোল করার পাশাপাশি পছন্দের কন্টেন্ট ও ক্রিয়েটরদের সহজেই খুঁজে পাবেন।

    ‘ফর ইউ’ ফিড হলো টিকটকের সবচেয়ে জনপ্রিয় ফিচার, যেখানে ইউজাররা নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট খুঁজে পান এবং ক্রিয়েটররা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। যেমন মাহিমমেক্স এর রান্নার ভিডিও হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে আবার সাবা চৌধুরীর ফ্যাশন এবং লাইফ স্টাইল নিয়ে কন্টেন্ট দিয়ে জনপ্রিয়তা পাচ্ছে। রথি আহমেদ এবং নাদির অন দ্যা গো এর মত ক্রিয়েটররা সংস্কৃতি ও ভ্রমণ নিয়ে কন্টেন্ট দিয়ে প্রাণবন্ত কমিউনিটি গড়ে তুলেছেন। আয়মান সাদিক শিক্ষামূলক কন্টেন্ট দ্বারা লক্ষ লক্ষ ইউজারদের সহযোগিতা করছে। এখন থেকে এই ফিড আরও কাস্টমাইজ করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে আছে, টপিক সিলেক্ট করার ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে যুক্ত হয়েছে “ম্যানেজ টপিকস” ফিচার, কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য আছে “এআই-চালিত স্মার্ট কিওয়ার্ড ফিল্টার” এবং একটি শিক্ষামূলক গাইড যা ইউজারদের তাদের “ফর ইউ” ফিডের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে।

    “ম্যানেজ টপিকস” ফিচারের মাধ্যমে, ইউজাররা তাদের ফিডে দশটির বেশি জনপ্রিয় বিষয়ের মধ্যে কন্টেন্টের ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে পারবেন, যেমন ক্রিয়েটিভ আর্টস, ভ্রমণ, প্রকৃতি এবং খেলা ইত্যাদি। এই ফিচারটি বর্তমান ট্রেন্ড গুলোর সাথে মিল রেখে ফিড সাজানোর পাশাপাশি ইউজারদের আগ্রহের ভিত্তিতে ফিড কাস্টমাইজ করার সুযোগ দিবে।

    এছাড়াও নতুন “স্মার্ট কিওয়ার্ড ফিল্টার” যা টিকটকের আগে থেকে থাকা কীওয়ার্ড ফিল্টার টুলকে এআই-এর মাধ্যমে আরও উন্নত করেছে। ইউজাররা দেখতে পারবেন কোন কীওয়ার্ডগুলো ফিল্টার করা হয়েছে এবং শীঘ্রই তারা নিজেরাই এই ফিল্টার কাস্টমাইজ করতে পারবেন।

    ‘ফর ইউ ফিড’ সহজেই বোঝা এবং ম্যানেজ করার জন্য টিকটক এডুকেশনাল গাইড চালু করেছে, যেখানে সব টিপস ও টুলস এক জায়গায় পাওয়া যাবে। ইতিমধ্যে এই ধরনের এডুকেশনাল ভিডিও গ্লোবালি ১৮০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

    টিকটকের অপারেশনস ও ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান অ্যাডাম প্রেসার জানিয়েছেন, ‘ফর ইউ’ ফিডের মাধ্যমে টিকটক একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে ইউজাররা তাদের নতুন আগ্রহ বা পছন্দের কমিউনিটি খুঁজে পায় এবং আমরা এই ফিচারগুলো আরও উন্নত করে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং সঠিক কন্টেন্ট অভিজ্ঞতা তৈরি করতে পেরে আনন্দিত।” এই আপডেটগুলো টিকটকের সব অ্যাকাউন্টেই পাওয়া যাচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031