টিভিতে প্রচারে সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে সব প্রার্থীর জন্য সমান প্রচার-সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসি উল্লেখ করেছে, নির্বাচন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। একই সঙ্গে কোনো দল বা প্রার্থীকে হেয় করে এমন বক্তব্য প্রচার না করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে আচরণবিধির একটি ধারা উল্লেখ করে বলা হয়, নির্বাচনি সংলাপে অংশ নেওয়া প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দিতে পারবেন না। এ বিষয়ে সব টেলিভিশন চ্যানেলকে প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/শিলি



