টিসিজেএ’র বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু
চট্টগ্রাম ব্যুরো: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সোমবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এই উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিকসন্স বিল্ডার্স এন্ড টেকনোলজিসের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াসি উদ্দীন আনসারী, বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মুবিন মুবিন ও সদস্য জাফর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, পেশাজীবীদের বিশেষ করে গণমাধ্যমে কর্মরত চিত্র সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলার ভূমিকা অনেক। সহকর্মীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনের জন্য নিয়মিত এ ধরনের আয়োজন করা উচিত।
টিসিজেএ নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু ও মো. ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে টিসিজেএ’র অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ প্রমুখ।
বিআলো/তুরাগ