টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র দেড় মাস আগে চোটে পড়েছেন পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের কারণে তার বিগ ব্যাশ লিগ অভিযান শেষ হয়ে গেছে।
ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় ডান হাঁটুতে চোট পান শাহিন আফ্রিদি। এরপর তাকে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সামনে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাহিন নিজেই তার বিগ ব্যাশ অধ্যায় শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খুব দ্রুত মাঠে ফেরার আশা করছেন এবং ততদিন দলকে বাইরে থেকে সমর্থন দেবেন।
এবারের বিগ ব্যাশ দিয়েই টুর্নামেন্টে অভিষেক হয় শাহিনের। তবে পুরো মৌসুমে তিনি খেলতে পেরেছেন মাত্র চারটি ম্যাচ। এসব ম্যাচে তার শিকার ছিল দুই উইকেট, তবে ইকোনমি রেট ছিল ১১.১৯।
খবর অনুযায়ী, ২৭ ডিসেম্বর অ্যাডিলেডে স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় চোট পান তিনি।
বিআলো/শিলি



