টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বল ঢাকার কোর্টে
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এ বিষয়ে ভারত সরকার সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও তাদের অবস্থান স্পষ্ট; চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। আর সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে দিল্লি, বিসিসিআই ও আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর এক মাসেরও কম সময় বাকি থাকলেও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকি ও বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে ভারত সরকার প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, বাংলাদেশ নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া দেখাবে না। দিল্লির মতে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের নিজস্ব বিষয়। প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সরকার নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে বাংলাদেশ যদি খেলতে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত, এমন বার্তাও দেওয়া হয়েছে।
ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়েছে, বাংলাদেশের বিষয়টি পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রীড়া নীতির মতো নয়। পাকিস্তানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজ ও ভেন্যু নিয়ে আলাদা নীতি থাকলেও বাংলাদেশের ওপর এমন কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই।
এদিকে ঢাকায় বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠক শেষে যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার অবস্থানে বাংলাদেশ অনড়। এই অবস্থান আইসিসিকে বোঝানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইসিসি অবশ্য প্রথম চিঠির জবাবে জানিয়েছিল, টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ভেন্যু পরিবর্তন কঠিন। তবে নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাইছে তারা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে। এরপরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি, দ্বিতীয় দফায় চিঠি দিয়ে একই দাবি পুনর্ব্যক্ত করেছে।
সব মিলিয়ে এখন বিশ্বকাপ ঘিরে সিদ্ধান্তের ভার পুরোপুরি বাংলাদেশের হাতেই। ভারত অপেক্ষায়, আইসিসি হিসাব কষছে, আর বিশ্ব ক্রিকেট তাকিয়ে আছে ঢাকার দিকেই।
বিআলো/শিলি



