টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের সহজ জয়
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত ম্যাচে দাপুটে খেলা দেখিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং শুরু করা বাংলাদেশ মাত্র ১৩.৪ ওভারে ৮ উইকেটে জয় নিশ্চিত করে ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ জিতল।
সিরিজের শেষ ম্যাচে টস হেরে প্রথমে বোলিং শুরু করে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আয়ারল্যান্ডের ইনিংস শুরুতে ভালো দেখালেও পরবর্তীতে লেগ স্পিনার রিশাদ হোসেনের তিন উইকেট এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চাপের মুখে পড়ে। আয়ারল্যান্ড ১১৭ রানে অলআউট হয়, সর্বাধিক ৩৮ রান করে পল স্টার্লিং।
বাংলাদেশের ব্যাটিং লক্ষ্য ছিল কম, তাই আত্মবিশ্বাসের সঙ্গে রান তাড়া শুরু করে। পাওয়ার প্লেতে দুই ওপেনার দ্রুত আউট হলেও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলের জন্য চাপমুক্ত ব্যাটিং উপহার দেন। বিশেষ করে তানজিদ হাসান তামিম ৩৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, এবং ইমন ২৬ বলে ৩৩ রান যোগ করেন।
ফিল্ডিংয়ে তানজিদ তামিমও নজরকাড়া পারফরম্যান্স দেখান। এক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন তিনি এবং ম্যাচসেরা নির্বাচিত হন। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন শেখ মেহেদী হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১১৭ (১৯.৫ ওভার) – স্টার্লিং ৩৮, ডকরেল ১৯; মুস্তাফিজ ৩-১১, রিশাদ ৩-২১
বাংলাদেশ: ১১৯/২ (১৩.৪ ওভার) – তানজিদ ৫৫, ইমন ৩৩; টেক্টর ১-১৭, ক্রেগ ১-৩০
ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে ৩৮ বল হাতে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম
সিরিজসেরা: শেখ মেহেদী হাসান
বাংলাদেশের এই জয় বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের সঙ্গে সিরিজ জেতার শক্তি জুগিয়েছে।
বিআলো/শিলি



