টেকনাফে মিনি ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু
dailybangla
09th Dec 2025 6:21 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মিনি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক মো. ফারুক ও যাত্রী ইমান হোসেন।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী মাছবোঝাই মিনি ট্রাকের সংঘর্ষ হলে অটোরিকশাটি রাস্তার নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান।
মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/শিলি



