টেকনোর নতুন এআই স্মার্টওয়াচ বাজারে
dailybangla
30th Nov 2025 4:08 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: টেকনো বাংলাদেশ নতুন স্মার্ট ঘড়ি ‘টেকনো ওয়াচ নিও’ বাজারে এনেছে, যার দাম ৫,৪৯৫ টাকা।
১.৪৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা, ২.৫ডি অ্যানিমেশন, ১,০০০ নিট উজ্জ্বলতা, IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে।
এআই প্রযুক্তির মাধ্যমে ঘড়িটি ব্যবহারকারীর ধরন বুঝতে পারে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হাত ছাড়াই কাজ করা সম্ভব।
হেলথ মনিটরিং ফিচারে হৃৎস্পন্দন, অক্সিজেন পর্যবেক্ষণ এবং ঘুমের ধরন জানা যায়। ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির মাধ্যমে ১০ দিন পর্যন্ত চার্জের দরকার নেই।
বিআলো/শিলি



