• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টেকসই পরিবেশ গড়তে কুবিতে লিও ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন 

     dailybangla 
    26th Aug 2025 6:12 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ জোবাইর হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেবামূলক সংগঠন লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি-র উদ্যোগে বৃক্ষরোপণ ও ফ্রি গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাম, পেয়ারা, আমড়া, কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের কো-এডভাইজর লায়ন মো. জাকারিয়া। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টেকহোল্ডারদের মাঝে ৫০টি চারা বিতরণ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টি গাছ রোপণ করা হয়। ক্লাব সভাপতি তারিকুল ইসলাম মঈন বলেন, “একটি গাছ শুধু একটি চারাই নয়—এটি একটি প্রাণ, একটি আশা, একটি ভবিষ্যৎ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই পৃথিবী গড়তে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    আমি ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্পনসর Lions Club of Dhaka Kings-কে। এর সাথে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সম্মানিত ক্লাব এডভাইজর লায়ন আজহার মাহমুদ স্যার এবং ক্লাব কো – এডভাইজর লায়ন মো: জাকারিয়া স্যারের প্রতি, যাদের অনুপ্রেরণা, দিক নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সকল প্রোগ্রামগুলো সফল ভাবে সম্পন্ন করতে পারি। উল্লেখ্য, লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি সবসময় আত্মউন্নয়নমূলক কাজের পাশাপাশি সমাজের উন্নয়নের জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031