টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল’ আসছে ৩ অক্টোবর
বিনোদন ডেস্ক: পপ সংগীতের বিশ্ব তারকা টেলর সুইফট ঘোষণা দিয়েছেন তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল’ আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে। অ্যালবামের শিরোনাম গানটিতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন সাব্রিনা কার্পেন্টার। ইতোমধ্যেই অ্যালবামের প্রচ্ছদ ও ১২টি গানের তালিকা প্রকাশিত হয়েছে, যা সুইফটের ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ তুলেছে।
মার্কিন সুপার বোল চ্যাম্পিয়ন ট্রাভিস কেলসি ও তার ভাই জেসন কেলসির পডকাস্ট নিউ হাইটস শো এবং নিজের সামাজিক মাধ্যমের মাধ্যমে ১৩ আগস্ট অ্যালবামের ঘোষণা দেন টেলর। ঘোষণার আগে তার অফিসিয়াল ওয়েবসাইটে রহস্যময় কাউন্টডাউন শেষ হয় ১২ আগস্ট রাত ১২টা ১২ মিনিটে, এরপরই উন্মোচিত হয় অ্যালবামের নাম ও কভার।
টেলরের ভাষায়, “এই অ্যালবামটি আমার জীবনের সবচেয়ে আনন্দময়, বুনো ও নাটকীয় সময় থেকে এসেছে। প্রতিটি গানই এই অনুভূতিকে ধারণ করে, তাই কোনো গান বাদ দিলে বা যোগ করলে অ্যালবামের সম্পূর্ণতা নষ্ট হবে।”
অ্যালবামটি প্রযোজনা করেছেন সুইফটের দীর্ঘদিনের সহযোগী ম্যাক্স মার্টিন ও শেলব্যাক। শিরোনাম গানটিতে সাব্রিনা কার্পেন্টারের উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। প্রচ্ছদে সুইফটের পানির নিচে ধারণকৃত ঝলমলে উপস্থিতি ‘শোগার্ল’ জীবনের রূপক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
গানের তালিকার মধ্যে রয়েছে, দ্য ফেট অব ওপেলিয়া, এলিজাবেথ টেইলর, ওপালাইট, ফাদার ফিগার, এল্ডেস্ট ডটার, রুইন দ্য ফ্রেন্ডশিপ, অ্যাকচুয়ালি রোমান্টিক, উইশ লিস্ট (Wi$h Li$t), উড, ক্যানসেলড!, হানি, দ্য লাইফ অব এ শোগার্ল (ফিচারিং সাব্রিনা কার্পেন্টার)
গত বছর প্রকাশিত তার অ্যালবাম দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট এবং দ্য অ্যান্থলজি বিক্রির রেকর্ড গড়েছিল। নতুন অ্যালবাম নিয়েও ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া।
বিআলো/এফএইচএস