টোয়াব ও পারাস হেলথের যৌথ উদ্যোগে হেলথ টক ও নলেজ শেয়ারিং সেশন
dailybangla
15th Sep 2025 8:06 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং ভারতের পারাস হেলথের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক এক টক ও নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় গুলশান ক্লাবে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোয়াব প্রেসিডেন্ট রাফেউজ্জামান। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
ভারতের খ্যাতনামা প্রতিষ্ঠান পারাস হেলথ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা সেশনে অংশ নেন। তারা আধুনিক চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা খাতে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটির আয়োজন সহযোগিতা করে গ্লোবাল গেটওয়েজ। এর মাধ্যমে বাংলাদেশি জনগণকে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করার লক্ষ্য তুলে ধরা হয়।
বিআলো/তুরাগ