ট্যাক্স দিলেও সেবা মেলে না: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাইরের দেশে নাগরিকরা বেশি ট্যাক্স দিলেও সরকারের কাছ থেকে ভালো সেবা পান উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে ট্যাক্স দিলেও সেই অনুযায়ী সেবা পাওয়া যায় না। ফলে মানুষ ক্ষুব্ধ হয়।
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত “বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের দেশে সমস্যা হলো অর্থায়নের অভাব। সরকারি লোকজন সব সময় মনে করে সবকিছুই দেওয়া সম্ভব। প্রতিদিন বলে এই দেন, সেই দেন। কিন্তু অর্থের যতটা সামর্থ্য, সেটা আমরা পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “আমাদের ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ অনেক কম। দেশে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ অনেকটাই ব্যাংকের ওপর নির্ভরশীল। চাহিদা অনেক বেশি, কিন্তু সামর্থ্য সীমিত। বড় বড় প্রকল্প হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন করতে না পারা। আমরা বলি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষায় বাড়াতে হবে—কিন্তু টাকা কোথায়?
বিআলো/এফএইচএস



