ট্রাইব্যুনালে হাজির সাবেক পুলিশ প্রধান আল-মামুন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে হাজির করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল, যার নেতৃত্বে আছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, শীঘ্রই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে।
মামলাটি গত ১২ মে তদন্ত সংস্থার পক্ষ থেকে আদালতে জমা দেওয়া হয়। ১ জুন রাষ্ট্রপক্ষ প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। এরপর ১০ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন।
একপর্যায়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। আবেদন মঞ্জুর হওয়ার পর তিনি সাক্ষ্য দেন।
বিআলো/শিলি



