ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ৩
dailybangla
12th Aug 2025 3:48 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের গোবিন্দগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কে ট্রাকের পেছন ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার খলসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পিয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), ১৯ দিনের শিশু মো পরাগ মিয়া ও নুর নব্বী মহুরী (৫৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআলো/এফএইচএস