• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রান্সকম সিইওর বিরুদ্ধে মামলা, জামিনে মুক্তি 

     dailybangla 
    28th Jan 2026 10:31 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বিপুলসংখ্যক শেয়ার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেছেন প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমান ও তার মা শাহনাজ রহমান। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেছেন।

    মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত মামলার অভিযোগপত্র আমলে নেন। এ সময় আদালতে অনুপস্থিত থাকায় সিমিন রহমান, তার মা শাহনাজ রহমান এবং ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    পরবর্তীতে দুপুরের দিকে সিমিন রহমান ও শাহনাজ রহমান আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। আত্মসমর্পণের সময় তারা কালো বোরকা পরে মুখ ঢেকে আদালতে উপস্থিত হন।

    আদালত সূত্র জানায়, মামলার অন্য তিন আসামি- মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিক আগেই আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন পেয়েছেন।

    ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি গুলশান থানায় শাযরেহ হকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০২০ সালের ১৩ জুন একটি ভুয়া বোর্ড মিটিং দেখিয়ে লতিফুর রহমানের মালিকানাধীন ২৩ হাজার ৬০০ শেয়ার পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তর করা হয়। এর মধ্যে সিমিন রহমান এককভাবে ১৪ হাজার ১৬০ শেয়ার নিজের নামে নেন।

    তদন্তে উঠে আসে, ওই বোর্ড মিটিং বাস্তবে অনুষ্ঠিত হয়নি এবং আরজেএসসিতে জমা দেওয়া শেয়ার হস্তান্তরের কাগজপত্রে জাল স্বাক্ষর ও ভুয়া স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। পিবিআইয়ের তদন্ত শেষে গত ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031