• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত মাস্ক 

     dailybangla 
    11th Jun 2025 7:46 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য দুঃখপ্রকাশ করেছেন। সেসব পোস্টে ‘বাড়াবাড়ি’ হয়েছিল বলে খেদোক্তি প্রকাশ করছেন তিনি।

    সামাজিক মাধ্যমে পরস্পরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি অপমানজনক মন্তব্য করা পর শনিবার ট্রাম্প বলেছেন, মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে।

    এর আগে টেসলা ও স্পেসএক্স কোম্পানির প্রধান নির্বাহী মাস্ক ট্রাম্পের ব্যাপক কর কাটছাঁট ও ব্যয় সংক্রান্ত বিলের নিন্দা জানিয়ে একে ‘বিরক্তিকর জঘন্য বিষয়’ বলে মন্তব্য করার পর দু’জনের সম্পর্কের অবনতি হয়।

    তবে তারপর মাস্ক ট্রাম্পের সমালোচনা করা বেশ কয়েকটি পোস্ট মুছে দিয়েছেন। এরমধ্যে প্রেসিডেন্টকে অভিশংসিত করার পক্ষে সমর্থনের ইঙ্গিত দেওয়া একটি পোস্টও আছে বলে জানিয়েছে রয়টার্স।

    ধুনকুবের মার্কিন ব্যবসায়ী মাস্কের নিকটজনরা রয়টার্সকে জানিয়েছেন, তার রাগ কমতে শুরু করেছে আর তিনি এই সম্পর্ক মেরামত করতেও চাইতে পারেন।

    বুধবার মাস্ক নিজের সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে লিখেছেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে আমার করা কিছু পোস্টের জন্য আমি দুঃখিত। সেগুলো বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।”

    তবে নির্দিষ্টভাবে কোন পোস্টগুলো নিয়ে তিনি দুঃখপ্রকাশ করছেন তা বলেননি তিনি। মাস্কের এ পোস্টের পর জার্মানির ফ্রাঙ্কফুর্টে টেসলার শেয়ার ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ট্রাম্পের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার একটা বড় অংশের ব্যয়ভার বহন করেছিলেন মাস্ক। গত বছরের যুক্তরাষ্ট্রের নির্বাচনে তিনি ট্রাম্পসহ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৩০ কোটি ডলার ব্যয় করেছিলেন। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ আসনে জেতার পর এর কৃতিত্ব গ্রহণ করেছিলেন তিনি।

    প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প মার্কিন ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও সরকারের সামগ্রিক ব্যয় হ্রাস করার উদ্যোগের (ডিপার্টমেন্ট অব গভর্নামেন্ট এফিসিয়েন্সি) প্রধান করেছিলেন মাস্ককে। ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর বিলের সমালোচনা করার পর গত মাসে ওই ভূমিকা থেকে সরে যান মাস্ক। এই বিলকে অতিরিক্ত ব্যয়বহুল এবং ডিপার্টমেন্ট অব গভর্নামেন্ট এফিসিয়েন্সির হয়ে তিনি যেসব কাজ করেছেন এটি সেসবকে অবমূল্যায়ন করেছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

    তাদের সম্পর্কে শেষ হয়ে গেছে এমনটি জানিয়ে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্র্যাটদের মাস্ক তহবিল দিলে পরিণতি গুরুতর হবে। মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামত করার কোন ইচ্ছা নেই বলেও জানিয়েছিলেন ট্রাম্প।

    সোমবার ট্রাম্প বলেছেন, মাস্ক যদি কল করে তাহলে তার কোনো সমস্যা নেই। তিনি আরও জানান, মাস্কের স্পেসএক্স হোয়াইট হাউজে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে যে ইন্টারনেট সেবা দিচ্ছে তা বন্ধ করার কোনো পরিকল্পনাও তার নেই।

    ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল এবং আমি শুধু তার ভালো চাই।”

    এক্স এ ট্রাম্পের এসব মন্তব্যের একটি ভিডিওতে হার্ট ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন মাস্ক।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930