• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পকে ভোট দিয়ে এখন পস্তাচ্ছেন সেই মার্কিনিরা 

     dailybangla 
    09th Mar 2025 9:58 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন অনেককে সিভিল সার্ভিসের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    রোববার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    নির্বাচনে ট্রাম্পের সমর্থনে প্রচারণায় অংশ নিতে জেনিফার পিগট তার একতলা বাড়ির বাইরে গর্বের সাথে লাল-নীল রঙের পতাকা ঝুলিয়েছিলেন। এখন পিগটকেই চাকুরচ্যুত করা হয়েছে।

    শুধু পিগট নন। আরো অনেকে আছেন এই তালিকায়।

    পশ্চিম ভার্জিনিয়ার পার্কার্সবার্গে অবস্থিত ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ফিসকাল সার্ভিস থেকে ফেব্রুয়ারিতে বরখাস্ত করা হয় ১২৫ জনেরও বেশি মানুষকে।

    ৪৭ বছর বয়সী পিগট রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, ‌‍‌‌‘আমি যাদের সাথে কথা বলেছি তারা কেউই বুঝতে পারেনি যে এই প্রশাসন ক্ষমতায় আসলে আমাদের জীবনের উপর কতটা বিপর্যয় নেমে আসবে।’

    আগে জানলে পিগট ট্রাম্পকে সমর্থন দিতেন না বলে জানান।

    ‘আমি যতই মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু ক্ষেত্রে দেশের জন্য চমৎকার কাজ করছেন, কিন্তু এর সঙ্গে তা মেলাতে পারি না।’ বলেন তিনি।

    পিগট পাঁচ বছর ধরে ব্যুরো অফ ফিসকাল সার্ভিস (বিএফএসে) কাজ করেছেন এবং সম্প্রতি তার পদোন্নতি হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন হাজার হাজার প্রবেশনারি ফেডারেল কর্মীকে বরখাস্ত করতে শুরু করলে পিগট এর মধ্যে পড়ে যান।

    এদিকে, হোয়াইট হাউসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন যে অপচয়, জালিয়াতি এবং অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রাম্পকে ফেডারেল সরকারকে পুনর্গঠনের জন্য একটি ম্যান্ডেট দেয়া হয়েছে।

    নভেম্বরের নির্বাচনে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাটিক সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ১ দশমিক ৫ শতাংশ পয়েন্টে পরাজিত করেছেন বলেও জানান ওই মুখপাত্র।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031