ট্রাম্পকে ‘স্যার’ সম্বোধন করে দেখা করতে চেয়েছিলেন মোদি
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে দিল্লীর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ওপর সন্তুষ্ট নন। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করার সময় এ কথা বলেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ‘প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে দেখা করতে অনুরোধ করেছিলেন, এমনকি তাঁকে স্যার বলেও সম্বোধন করেছিলেন। মোদি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ।’
ট্রাম্প বলেন, ‘তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তবে তিনি আমার ওপর খুব একটা খুশি নন।এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ, তারা (রাশিয়া থেকে) তেল কেনা বন্ধ করেনি। তবে এখন তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে।’
ট্রাম্প বর্তমানে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে।
ট্রাম্প আরও বলেন, ভারত তাঁকে বলেছে, তারা পাঁচ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে।
এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।’
বিআলো/এনএনইউ



