ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ছড়িয়ে পড়েছে ইউরোপেও
dailybangla
19th Oct 2025 9:19 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার নিউইয়র্কে ‘নো কিংস’ শীর্ষক আন্দোলনের সূচনা হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আয়োজকদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ প্রতিরোধেই এ আন্দোলন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২ হাজার ৫০০ স্থানে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যেখানে লাখো মানুষ অংশ নিচ্ছেন। সংহতি জানাতে বার্লিন, মাদ্রিদ ও রোমেও বিক্ষোভ হয়েছে।
অন্যদিকে, ট্রাম্পপন্থীরা অভিযোগ করেছেন, এতে বামপন্থি সংগঠন অ্যান্টিফা জড়িত। টেক্সাস ও ভার্জিনিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটন ডিসির প্রধান সমাবেশে বক্তব্য দেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
বিক্ষোভে অংশ নিয়েছেন জেন ফন্ডা, জন লেজেন্ডসহ কয়েকজন খ্যাতনামা তারকাও। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



