ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দেবে না বিবিসি
আর্ন্তজাতিক ডেস্ক: বিতর্কিত ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে উপস্থাপনের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, তবে ট্রাম্পের এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি তারা প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬ জানুয়ারির ভাষণের অংশ ভুলভাবে সম্পাদনা হওয়ার বিষয়টি স্বীকার করেছে। এতে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন- এমন বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ায় তারা দুঃখ প্রকাশ করেছে। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ঘটনায় মানহানির অভিযোগের কোনো ভিত্তি নেই এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনও নেই।
বিবিসির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে প্রচারিত ওই তথ্যচিত্র আর সম্প্রচার করা হবে না। একইসঙ্গে ট্রাম্পের আইনজীবীদের পাঠানো আইনি নোটিশের জবাবে ব্যাখ্যা দিয়ে বলা হয়- ভিডিও ক্লিপটি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর করে বানানো হয়নি, বরং দীর্ঘ ভাষণ সংক্ষিপ্ত করার প্রয়াসে ভুল বিন্যাস ঘটেছিল।
বিতর্কের পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। এদিকে বিবিসি চেয়ারম্যান সমীর শাহ হোয়াইট হাউসে আলাদা এক চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন।
ট্রাম্পের আইনজীবীরা হুমকি দিয়েছেন, ক্ষমা ও ক্ষতিপূরণ না দিলে এক বিলিয়ন ডলারের মানহানির মামলা করা হবে। তবে বিবিসির দাবি- তারা যুক্তরাষ্ট্রে এ পর্ব প্রচারই করেনি, ট্রাম্পের কোনো ক্ষতিও হয়নি এবং মার্কিন আইনে রাজনৈতিক বক্তব্যের বিশ্লেষণ বিস্তৃতভাবে সুরক্ষিত।
বিআলো/শিলি



