ট্রাম্পের কাছ থেকে চার্লি কার্ককে মরণোত্তর সম্মান
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত রক্ষণশীল নেতা চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প কার্কের স্ত্রী এরিকা কার্কের হাতে পদকটি তুলে দেন।
কার্ককে ‘স্বাধীনতার নির্ভীক যোদ্ধা’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “চার্লি তরুণ প্রজন্মকে এমনভাবে অনুপ্রাণিত করেছেন, যা আমি আগে কখনো দেখিনি।”
টার্নিং পয়েন্ট ইউএসএর প্রতিষ্ঠাতা কার্ক ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গত মাসে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও সিনেটর টেড ক্রুজসহ রিপাবলিকান নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্প এদিন ১৪ অক্টোবরকে ‘চার্লি কার্ক স্মরণ দিবস’ হিসেবে ঘোষণা করেন—যা কার্কের জন্মদিনও।
বিআলো/শিলি