ট্রাম্পের তেলবিষয়ক মন্তব্যে ভারতের অস্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- এমন দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্পের এ বক্তব্যের কোনো ভিত্তি নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক সময়ে কোনো টেলিফোন আলাপ হয়নি।”
জবাবে ট্রাম্প বলেন, “তারা যদি এমন কিছু অস্বীকার করে, তাহলে শুল্ক দিতে থাকুক।”
বিশ্লেষকদের মতে, প্রকাশ্য মঞ্চে রাষ্ট্রপ্রধানদের এমন পাল্টাপাল্টি বক্তব্য কূটনৈতিক সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সাবেক কূটনীতিক কে সি সিং মন্তব্য করেন, “ট্রাম্পের সঙ্গে কূটনীতি পরিচালনায় ভারসাম্য ও দূরদর্শিতা জরুরি।”
ভারত বর্তমানে রাশিয়া থেকে মোট তেলের প্রায় ৩৫ শতাংশ আমদানি করে। বিশেষজ্ঞদের মতে, চাপের মুখেও ভারত নিজের স্বার্থকেন্দ্রিক নীতি থেকে সরে আসবে না, যদিও ভবিষ্যতে তেল আমদানির পরিমাণ কিছুটা কমতে পারে।
বিআলো/শিলি



