ট্রাম্পের দম্ভে ধাক্কা, মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ
আর্ন্তজাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে নিজেকে অপ্রতিরোধ্য ভেবে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক রাজ্য নির্বাচনের ফলাফল তার সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। নিউইয়র্ক, ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের বড় জয় স্পষ্ট করে দিয়েছে- ট্রাম্পের প্রভাব আর আগের মতো নেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিচারব্যবস্থা ও সংবিধানকে উপেক্ষা করে নিজের ইচ্ছামতো দেশ চালানোর প্রবণতা এখন ট্রাম্পের জন্য বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। এমনকি সুপ্রিমকোর্টেও তার শুল্কনীতি নিয়ে প্রশ্ন উঠেছে, যা প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে।
এদিকে জনগণের আস্থাও দ্রুত কমছে তার প্রতি। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, ছোট ছোট প্রতিরোধই ভবিষ্যতে বড় আন্দোলনে রূপ নিতে পারে- যেমন নাগরিক অধিকার আন্দোলন বা ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন একসময় করেছিল।
তবে থেমে নেই ট্রাম্পের কটাক্ষ। সম্প্রতি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা মঙ্গলবার সামান্য কিছু সার্বভৌমত্ব হারিয়েছি।”
তবে এবার আগের মতো নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেননি ট্রাম্প। বরং স্বর নরম করে যোগ করেন, “আমি চাই আমার জন্মভূমি নিউইয়র্ক সফল হোক। হয়তো মামদানিকে সামান্য সাহায্যও করব।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র হয়েছেন জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় এনে দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির এই বিজয় মার্কিন রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে, যা সংখ্যালঘু প্রতিনিধিত্ব ও প্রগতিশীল মূল্যবোধের পথে নতুন অধ্যায় সূচনা করবে। সূত্র: সিএনএন
বিআলো/শিলি



