ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। চলমান বিক্ষোভের মধ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, তথাকথিত ‘১২ দিনের যুদ্ধ’-এ এক হাজারের বেশি ইরানির মৃত্যুর দায় ট্রাম্পের ওপর বর্তায়।
খামেনির দাবি, ওই সংঘাতে সাধারণ মানুষ ছাড়াও শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন। ট্রাম্পের নিজের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, সংঘাতের সময় দেওয়া নির্দেশের কথা স্বীকার করায় দায় অস্বীকারের সুযোগ নেই।
ভাষণে তিনি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য বিদেশি প্ররোচনার অভিযোগ তোলেন এবং জনসম্পত্তি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তার মতে, ওয়াশিংটনকে খুশি করতে যারা কাজ করছে, ইরানি জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
তরুণদের উদ্দেশে খামেনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইতিহাসে ক্ষমতাধর অথচ উদ্ধত শাসকদের পরিণতি কখনো ভালো হয়নি।
বিআলো/শিলি



