ট্রাম্পের হুমকি: বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব ধরনের সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিদেশি দেশগুলো মার্কিন চলচ্চিত্র শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে।
রয়টার্স জানায়, এই পদক্ষেপ কার্যকর হলে হলিউডের দীর্ঘদিনের বৈশ্বিক ব্যবসায়িক মডেল বড় ধরনের ধাক্কা খেতে পারে।
ট্রাম্প দাবি করেন, আন্তর্জাতিক প্রতিযোগিতার কারণে বিশেষ করে ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, “আমাদের সিনেমা অন্য দেশগুলো এমনভাবে ছিনিয়ে নিচ্ছে, যেন শিশুর কাছ থেকে ক্যান্ডি চুরি করছে।”
তবে এ ধরনের শুল্ক আরোপের জন্য তিনি কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি, কমকাস্ট, প্যারামাউন্ট স্কাইড্যান্স ও নেটফ্লিক্সের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তার যুক্তি ছিল— অন্যান্য দেশ চলচ্চিত্র নির্মাণে কর প্রণোদনা দেয়, যা নির্মাতাদের আকর্ষণ করছে। এবার যদি তিনি সত্যিই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, তবে এটাই হবে প্রথমবারের মতো কাঁচামাল নয়, বরং সেবাখাতে শুল্ক আরোপ। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি