• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পের ২৫% শুল্ক ঘোষণা: এফ-৩৫ চুক্তি থেকে সরে গেল ভারত 

     dailybangla 
    01st Aug 2025 4:34 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের পর এবার আমেরিকার থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে পিছিয়ে আসছে নয়াদিল্লি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে।

    সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আমেরিকার প্রস্তাবিত এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহী নয় এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা হিমঘরে পাঠাচ্ছে ভারত। ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে, তারা আর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।

    ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প বিতর্কিত মন্তব্য করে বলেন, “আমার কিছু যায় আসে না ভারত কী করছে। ওরা চাইলে রাশিয়ার সঙ্গে মিলে নিজেদের মৃত অর্থনীতিকে ডুবিয়ে দিক।”

    এই বয়ানে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে কূটনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই শুল্কনীতি ও ভাষাগত আক্রমণ ভারত-আমেরিকা কৌশলগত সম্পর্কের উপর দীর্ঘমেয়াদি ছায়া ফেলতে পারে।

    এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি ব্রিটিশ নেভির একটি এফ-৩৫ যুদ্ধবিমান ৩৮ দিন ‘গরমের ছুটি’ কাটিয়ে কেরলে উড়ে গেছে। তিরুবনন্তপুরমে জরুরি অবতরণের পর সেই বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি।

    গত ১৪ জুন রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানটি। প্রাথমিকভাবে জানা যায়, জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

    পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। তবে বিমানটি তিরুনন্তপুরমে অক্ষত অবস্থায় অবতরণ করতে পেরেছিল। যদিও এপরপর থেকে ৫ সপ্তাহেরও বেশি সময় ধরে সেটিকে সচল করা যায়নি।

    এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) ক্যালিফর্নিয়ায় বিধ্বস্ত হয় মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। তবে কীভাবে এবং কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031