ট্রেড ইউনিয়ন গঠনে নতুন বিধান: ন্যূনতম ২০ শ্রমিকই যথেষ্ট
নিজস্ব প্রতিবেদক: সরকার কলকারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের ন্যূনতম শ্রমিকসংখ্যা নির্ধারণ করে শ্রম আইন সংশোধন করেছে। সোমবার (১৭ নভেম্বর) ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর গেজেট জারি করা হয়।
নতুন বিধান অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ জন শ্রমিক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করতে পারবেন। শ্রমিকসংখ্যা অনুযায়ী কতজন শ্রমিকের সম্মতি প্রয়োজন তাও অধ্যাদেশে স্পষ্ট করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী-
শ্রমিক সংখ্যা ২০-৩০০ হলে অন্তত ২০ জন,
৩০১-৫০০ হলে ৪০ জন,
৫০১-১৫০০ হলে ১০০ জন,
১৫০১-৩০০০ হলে ৩০০ জন এবং
৩০০১-এর বেশি হলে কমপক্ষে ৪০০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।
সরকার বলছে, এ সংশোধন শ্রম আইনকে আরও আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত ও শ্রমিক-মালিক উভয় পক্ষের জন্য ভারসাম্যপূর্ণ করবে। আইএলওসহ বিভিন্ন সংস্থা, রাষ্ট্র ও ত্রিপক্ষীয় কমিটির সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে।
সংশোধনীতে গৃহকর্মী ও নাবিকদের শ্রমিকের আইনি সুরক্ষার আওতায় আনা, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি এবং নারী-পুরুষের মজুরি বৈষম্য নিষিদ্ধ করার মতো বিধান যুক্ত হয়েছে। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ ও বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর করা হয়েছে।
বিআলো/শিলি



