ট্র্যাব আয়োজন: প্রেস ক্লাবে আলোচনায় সংস্কৃতির ভবিষ্যৎ, পুরস্কৃত ২৬ গুণীজন
সংস্কৃতির সংকট উত্তরণের বার্তা নিয়ে ট্র্যাবের শীর্ষ আড্ডা ও পুরস্কার
বিনোদন প্রতিবেদক: সাংস্কৃতি ও মিডিয়ার জগতে এক উজ্জ্বল সন্ধ্যা রাঙালো টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)।
সোমবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘সংস্কৃতির সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠান দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্র্যাব সভাপতি কাদের মনসুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গণি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর, আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া আফরিন।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সমাজে সংস্কৃতির অবনতি রোধ এবং মিডিয়ার ইতিবাচক ভূমিকা প্রতিষ্ঠা অপরিহার্য। তারা তরুণ প্রজন্মকে সংস্কৃতিচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। আলোচনায় মিডিয়া, নাটক, চলচ্চিত্র ও সাংবাদিকতায় উদ্ভাবনী উদ্যোগ এবং শিল্পীদের অবদানের প্রশংসা করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছেন ২৬ গুণীজন:
ছটকু আহমেদ – আজীবন সম্মাননা
এমডি মোস্তাফিজুর রহমান – হেড অব ব্রডকাস্ট এন্ড ইঞ্জিনিয়ারিং, বৈশাখি টিভি
মোশাররফ করিম – শ্রেষ্ঠ অভিনেতা (উত্তরাধিকার)
তানহা তাসনিয়া ইসলাম – শ্রেষ্ঠ অভিনেত্রী (তিনি আমার মা)
কায়সার আহমেদ – শ্রেষ্ঠ পরিচালক (ধারাবাহিক নাটক বকুলপুর)
ফারজানা রহমান ছবি – শ্রেষ্ঠ অভিনেত্রী (ধারাবাহিক নাটক বকুলপুর)
আজম খান – শ্রেষ্ঠ নাট্যকার (তিনি আমার মা)
এমকেএস সানজিদ খান প্রিন্স – শ্রেষ্ঠ পরিচালক (নাটক তিনি আমার মা)
মেহেদী হক রনি – শ্রেষ্ঠ পরিচালক (উত্তরাধিকার)
এমডি মতিউর রহমান (শিমুল খান) – শ্রেষ্ঠ ভিলেন (ছবি ডার্কওয়াল্ড)
গাজী ফারুক (শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র, ছবি পাঠশালা)
নাদিয়া ডোরা (শ্রেষ্ঠ ফোকশিল্পী, পরাণ সখি রে)
শারমিন আহমেদ মিন্নি (বাংলাদেশের প্রথম নারী গিটারিস্ট)
ডিজে ফারহা (বেস্ট ফিমেল ডিজে)
সুমন (পপুলার সিঙ্গার)
শিউলি আক্তার (চলচ্চিত্র অভিনেত্রী)
অদিতি আহমেদ (শ্রেষ্ঠ শিশুশিল্পী)
মুক্তি মাহমুদ (শ্রেষ্ঠ নির্মাতা, ডকুমেন্টারি প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গিকার)
কামরুন নাহার শিপু (সঙ্গীতশিল্পী)
মোহাম্মদ কামরুল হাসান (বিশিষ্ট সমাজসেবক)
মো. মাহবুব আলম জুয়েল (বিশিষ্ট সমাজসেবক)
সুজন কুমার (আইটি উদ্যোক্তা)
মো. জালাল আহমেদ হাওলাদার (বিশিষ্ট সমাজসেবক)
সাকিল মোহাম্মদ সাবির উদ্দিন দিপন (মিউজিক ডিরেক্টর)
কামরুন নাহার (শিক্ষকতা পেশায় বিশেষ অবদান)
আশিকুর রহমান নাদিম (চলচ্চিত্র প্রযোজক)
পুরস্কারপ্রাপ্তরা তাদের হাতে সম্মাননা তুলে নেন অতিথিদের কাছ থেকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাট্য ও নৃত্য পরিবেশনা দর্শকদের মন জয় করে। অনুষ্ঠানটি মিডিয়া ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার গুরুত্বকে প্রতিফলিত করে, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং সৃজনশীলতার প্রেরণা জাগায়।
এই অনুষ্ঠানের মাধ্যমে ট্র্যাব আবারও প্রমাণ করলো, যে সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, এটি সংস্কৃতির রক্ষক ও সম্প্রসারক হিসেবেও ভূমিকা রাখতে পারে।
বিআলো/তুরাগ