• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঠাকুরগাঁও‌য়ের হরিপুরে ৫০ চোরাকারবারির আত্মসমর্পণ! 

     dailybangla 
    28th Oct 2024 1:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: একসময় বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে মালামাল পারাপার ছিল যাদের একমাত্র পেশা। এখন তাঁরাই ফির‌েছেন স্বাভা‌বিক জীব‌নে। ৫০ চোরাকারবারি বিজিবির কাছে আত্মসমর্পণ ক‌রে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানিয়েছেন।

    রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপুর উপ‌জেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির কা‌ছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ক‌রেন ৫০ জন চোরাকারবারি।

    সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ। এছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    বিজিবি সূত্রে যানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন। এসময় তারা চোরাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির নিকট লিখিত অঙ্গীকারনামা করেন।

    ঠাকুরগাঁও ৫০ ‌বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে, আমাদের মন খারাপ হয়ে যায়। সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক। আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। আজ ৫০ চোরাকারবারি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাদের কাছে অঙ্গীকার করেছেন। তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে।

    স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। রোজগারের আশায় তারা অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গরু থেকে শুরু করে নানা মালপত্র আনা-নেয়া করেন। বিজিবির নানামুখী তৎপরতায় এসব মানুষ স্বাভা‌বিক জীব‌নে ফিরছেন।

    গেদুরা এলাকার স্কুলশিক্ষক নজরুল ইসলাম ব‌লেন, ‘চোরা কারবারি ছেড়ে বিজিবির সহায়তায় সঠিক পথে আসায় স্ব‌স্তি ফি‌রে‌ছে। ত‌বে একেবারে চোরাচালান বন্ধে সরকারকে প্রান্তিক নারী-পুরুষের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930