• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডব্লিউসিএইচ ও’র ৩দিন ব্যাপী আলোক উৎসব মেলা 

     dailybangla 
    10th Oct 2025 8:32 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান অপূর্ব: রাজধানীর মগবাজার এট দ্যা টেবিলে ৯ অক্টোবর বিকেল ৫টায় শুরু হয়েছে ডব্লিউসিএইচও আলোক উৎসব মেলা।

    মেলাটি উদ্বোধন করেন মোহাম্মদ নূরুল কাইয়ুম ফারুক (সাবেক রাষ্ট্রদূত), আবুল খায়ের (কবি ও প্রকাশক), ফাতেমা বেনজির প্রেসিডেন্ট- ডব্লিউ সি এইচ ও ,দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব , রুপা আহমেদ প্রেসিডেন্ট – ওয়েব )। মেলাটি চলবে ৯, ১০, ১১ অক্টোবর পর্যন্ত।

    উক্ত মেলায় দেশীয় নারী উদ্যোক্তাদের নিজের প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের পণ্যের পসরার পাশাপাশি থাকবে বইয়ের স্টল, ফুডকোর্ট, আড্ডার আসার। সৃজনশীল প্রকাশনা সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ”-এর স্টলে থাকবে শিশুতোষ বইসহ সকল ধরনের সৃজনশীল বই। আপনারাও আসতে পারেন। দেশীয় পণ্য কিনে দেশের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্পকে এগিয়ে নিতে হবে। বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন।

    নারী উদ্যোক্তা ফাতেমা বেনজির জানান, মেলার প্রস্তুতি ভালো, পরিবেশ ভালো, সম্পূর্ণ শীতাতপনিয়ত্রিত মেলায় থাকবে সব বয়সের লোকদের পছন্দের সব পোশাক, প্রসাধনী, কুটিরশিল্প সহ দেশ-বিদেশের হরেক পণ্যের সমাহার।

    তাছাড়া এইবার নারী উদ্যোক্তাদের মেলায় প্রথমবারের মতো বইয়ের সমাহার। এট দ্যা টেবিলে বড় মগবাজারে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে এবং সকলের জন্য উন্মুক্ত।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031