ডরিন গ্রুপে পদোন্নতিসহ নতুন ডিরেক্টর হলেন মওদুদ এলাহী
নিজস্ব প্রতিবেদক: ডরিন গ্রুপে পদোন্নতি পেয়ে গ্রুপ জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল ও ব্যাংকিং) এ এইচ এম মওদুদ এলাহী সম্প্রতি ডিরেক্টর (কমার্শিয়াল ও ব্যাংকিং) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপসমূহ—এলিগ্যান্ট গ্রুপ, থার্মেক্স গ্রুপ, দেবা গ্রুপ এবং ভেনাস গ্রুপে জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি পেশাগত সুনাম ও অভূতপূর্ব সফলতা অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ, সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে CDCS এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে LCMC সার্টিফিকেট অর্জন করেন।
দেশি-বিদেশি নানা প্রশিক্ষণ সম্পন্নের পাশাপাশি মওদুদ এলাহী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে SEIP-IBA প্রকল্পের অধীনে পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেস প্রোগ্রামের গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ট্রেইনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ, প্রফেশনাল পাবলিক স্পিকারস ফোরাম এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সম্মানিত সদস্য।
নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “ডরিন গ্রুপ সবসময় দেশের অর্থনীতি ও শিল্পোন্নয়নে অবদান রেখে আসছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গ্রুপকে আরও এগিয়ে নিতে চাই।”
বিআলো/তুরাগ