ডাকসু নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ওসির ফেসবুক হ্যাক: থানায় জিডি
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ওসি নিজেই থানায় এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে তার ফেসবুক আইডি হ্যাক করে বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে “শুভ কামনা রইল ২১, ১৭, ০৮” লেখা একটি রাজনৈতিক পোস্ট দেয়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ওই পোস্টের স্ক্রিনশট তিনি পান। তবে নিজের আইডিতে প্রবেশ করার সময় তিনি পোস্টটি দেখতে পাননি।
ওসি মোজাফফর হোসেন বলেন, আমাকে হেয় করার উদ্দেশ্যেই এই পোস্টটি দেয়া হয়েছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)কে অবহিত করেছি। এছাড়া, আমার সরকারি আইডি থেকে হ্যাকিংয়ের বিষয়টিও জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এই ধরনের বিভ্রান্তিকর পোস্টে কেউ যেন বিভ্রান্ত না হন, সেজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।
বিআলো/এফএইচএস