ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল হামলা: গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে রাতের আঁধারে আতঙ্ক! ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার নিজ বাড়িতে ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার গভীর রাত ৩টার দিকে ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার বাসভবনে এই ন্যক্কারজনক হামলা হয়। কয়েকটি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে ধরা হয়। তারা হলেন: মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও রাজন (১৯)।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার পরপরই আমরা তৎপর হয়েছি। সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”
এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিআলো/শিলি



