ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তাসহ চার ইস্যুতে ছাত্রশিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সমাবেশে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “অভ্যুত্থান-পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষা ছাত্রসংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আতে ঘা লেগেছে। তারা ডাকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে নেমেছে।”
তিনি অভিযোগ করে বলেন, দেশের বাইরে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে এবং প্রশাসনও তাদের ইশারায় কাজ করছে। ইতোমধ্যেই ডাকসু নির্বাচন বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে, যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
ছাত্রশিবির নেতা আরও বলেন, সংগঠনের বিরুদ্ধে মিথ্যাচার, ট্যাগিং ও সাইবার বুলিং চালানো হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করা হচ্ছে। তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, “আপনাদের যদি ছাত্রবান্ধব কর্মসূচি না থাকে, তাহলে আমাদের বলুন— আমরা তৈরী করে দেব। ছাত্রশিবির নিয়ে বিষোদগার না করে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করুন।”
অতীতের ঘটনাও তুলে ধরে তিনি বলেন, “২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন নাহার হলে নারী নির্যাতনের ঘটনায় ছাত্রদল জড়িত ছিল। তাদের হাতেই প্রাণ দিতে হয়েছিল বুয়েটের মেধাবী ছাত্রী সনিকে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত ৩০টি ধর্ষণের ঘটনায় ছাত্রদলের কর্মীরা জড়িত।”
তিনি আরও বলেন, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বহিরাগত সন্ত্রাসী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ।
এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, মোমেনশাহীসহ দেশের বিভিন্ন মহানগরেও ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিআলো/তুরাগ